আগামী বৃহস্পতিবার (৪ঠা সেপ্টেম্বর, ২০১৪) বৃহস্পতিবার বিকেল ৪টায় সিদ্দিক টাওয়ারের কনফারেন্স রুমে ADVOCACY360° তে এবারে Trello নিয়ে একটি বিশেষ পর্ব অনুষ্ঠিত হবে সেখবর পুরোনো।
নতুন খবর হলো, এবারের পর্বে দুটি বিশেষ আকর্ষণ আছে:
১. এবারে আমরা গেস্ট কর্ণার বলে একটি অংশ চালু করেছি যেটিতে জেন্ডার প্রোগ্রাম থেকে অংশ নিচ্ছেন মাহমুদা আপা। উনি বলবেন Sustainable Development Goal বা SDG নিয়ে।
২. এবারের পর্বে Gaan and Fun পর্বে গান গাইছেন আমাদের Embeded HR নাজমুল আহসান ভাই। আর সুবর্ণ দাউদ তোহা ভাইও গাইবেন এবারের গান এবং ফান পর্বে।
আর এবারের পর্ব নিয়ে আপনারা যারা এখনো এইবারের গুগল ফর্মটি ফিল আপ করেন নি তারা দয়া করে অবশ্যই এই লিংকে গিয়ে এটি ফিলাপ করুন: http://goo.gl/bNAqFA
ঢাকার বাইরের সহকর্মীরা চোখ রাখুন এই লিংকে: http://advocacy360.blogspot.com/
আমাদের এবারের ADVOCACY360° এর এজেন্ডা চট করে দেখে নিনঃ http://goo.gl/nBJwWv
Agenda: Special Trello Episode of Advocacy360°
Thursday, September 04, 2014 04:00PM - 05:00PM.
Conference Room, Siddique Tower (9th Floor).
1. What management want us from Trello --- (10 mins)
2. Question and Answer and Tips of Trello
Kajal - (8 min)
3. GUEST CORNER:
Mahmuda Sultana from Gender on Sustainable Development Goal (8 min)
4. EDRMS: (6 min)
Tarek Aziz -
5. Policy Adda Blog: (6 min)
Mamunur Rasid -
** MUSIC: Nazmul Ahsan (EMBEDED HR), Suborno Daud Toha (10 mins)
** Open session for the audience.
** Collect issues for ICT Forum.