Tuesday, December 31, 2013

ADVOCACY360° দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হচ্ছে আজ (৩১শে ডিসেম্বর)

ADVOCACY360° এর দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আজ বছরের শেষ দিন, আর এই দিনটাকেই আমরা বেছে নিয়েছে আমাদের এবারের পর্বের জন্য।
শুরুতেই একটু জানিয়ে রাখি ডিসেম্বর মাস এবং দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে একটু তাড়াহুড়োই করতে হচ্ছে এবার। আশা করি আপনারা আপনাদের স্বভাবসুলভ উদারতার মাধ্যমে এবারের তাড়াহুড়োকে আপনারা ইতিবাচক ভাবেই দেখছেন।

** আমাদের এবারের পর্বের পাবলিক স্পিকার আফসান ভাই।
**এছাড়া থাকছে নেলসন ম্যান্ডেলাকে নিয়ে একটি সেশন  "A Tribute to Madiba"

আমাদের এবারের পর্বের এজেন্ডা দেখতে এখানে ক্লিক করুন।

ঢাকায় আমাদের সহকর্মী যারা আছেন তারা অনুগ্রহ করে এখানে ক্লিক করে এই ফর্মটি পূরণ করুন।

আগামী বছর শুভ হোক এই প্রত্যাশায়। শুভ নববর্ষ।





Tuesday, November 19, 2013

Advocacy360° প্রথম পর্ব।

প্রিয় সহকর্মীবৃন্দ, Advocacy360° এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। গত ১৭ই নভেম্বর, ২০১৩ (রবিবার) সিদ্দিক টাওয়ারের কনফারেন্স রুমে হয়ে গেলো Advocacy360° প্রথম এপিসোডটি।
ঐ দিন ছিলো World Day of Remembrance for Road Traffic Victims. তাই অনুষ্ঠানের শুরুতে বিগত ১ বছরে যে ১৪ জন ব্র্যাক কর্মী সড়ক দূর্ঘটনায় মারা গেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে ১ মিনিট নীরবতা পালন করার মাধ্যমে।
গত ১ বছরে সড়ক দূর্ঘটনায় আমরা যে সহকর্মীদের হারিয়েছি

এর পরেই শুরু হয় মূল প্রেজেন্টেশন। ১ম পর্বে আমাদের এজেন্ডা দেখতে এখানে ক্লিক করুন:

পুরো প্রেজেন্টেশনটিই ছিলো অনেক বেশী প্রাণবন্ত। পুরো প্রেজেন্টশনটি দেখতে পাবেন এখানে:



অনুষ্ঠানের কিছু ছবি:






Sky is the Limit





 আমাদের প্রেজেন্টশনে গুগলের বিভিন্ন সেবা নিয়ে আলোচনার সময় প্রাসংগিকভাবে দেখানো Google Reunion এর ভিডিওটি দেখুন:



ছিলো গানও। প্রথম পর্বে গাওয়া হলো: কিংবদন্তী শিল্পী বব ডিলানের  Blowin' in the wind. গানটি।
কতোটা পথ পেরোলে তাকে পথিক বলা যায়?"

আরো কিছু ছবি:



Advocacy360° নিয়ে আপনার মূল্যবান পরামর্শ দিতে অথবা পরবর্তী পর্বগুলোতে কোন প্রেজেন্টেশনে অংশ নিতে চাইলে এখানে ক্লিক করুন।

Advocacy360° প্রথম পর্বে আলোচিত যেকোন সমস্যা নিয়ে আমাদেরকে মেইল করতে পারেন, নিচের যে কোন ইমেইল ঠিকানায়:
tarek.a@brac.net
hamim.rahman@brac.net
naseef.amin@brac.net
mamunur.rasid@brac.net
abdullah.s@brac.net