Tuesday, December 31, 2013

ADVOCACY360° দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হচ্ছে আজ (৩১শে ডিসেম্বর)

ADVOCACY360° এর দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আজ বছরের শেষ দিন, আর এই দিনটাকেই আমরা বেছে নিয়েছে আমাদের এবারের পর্বের জন্য।
শুরুতেই একটু জানিয়ে রাখি ডিসেম্বর মাস এবং দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে একটু তাড়াহুড়োই করতে হচ্ছে এবার। আশা করি আপনারা আপনাদের স্বভাবসুলভ উদারতার মাধ্যমে এবারের তাড়াহুড়োকে আপনারা ইতিবাচক ভাবেই দেখছেন।

** আমাদের এবারের পর্বের পাবলিক স্পিকার আফসান ভাই।
**এছাড়া থাকছে নেলসন ম্যান্ডেলাকে নিয়ে একটি সেশন  "A Tribute to Madiba"

আমাদের এবারের পর্বের এজেন্ডা দেখতে এখানে ক্লিক করুন।

ঢাকায় আমাদের সহকর্মী যারা আছেন তারা অনুগ্রহ করে এখানে ক্লিক করে এই ফর্মটি পূরণ করুন।

আগামী বছর শুভ হোক এই প্রত্যাশায়। শুভ নববর্ষ।





No comments:

Post a Comment