Wednesday, November 26, 2014

বেশকিছু চমক নিয়ে Advocacy360° এর এ মাসের পর্ব অনুষ্ঠিত হচ্ছে আগামী কাল (২৭শে নভেম্বর, ২০১৪)


সবাইকে হিম হিম শুভেচ্ছা। আবারও সময় এসেছে Advocacy360° এর। এবারের পর্বে একটু তাড়াহুড়া করা লাগছে, কারণ, আমরা গো ধরে ছিলাম যে এবারে আমরা চেয়েছিলাম CEP এর ফাত্তাহ ভাইকে আমাদের পাবলিক স্পিকার হিসেবে। আমাদের ইচ্ছা আর ফাত্তাহ ভাইয়ের সময়ের সংমিশ্রণ করাতে গিয়েই একটু তাড়াহুড়া। আশা করি, একটু আপনারা বুঝবেন।

এবারের পর্বটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ আগামীকাল বৃহস্পতিবার, অর্থাৎ ২৭শে নভেম্বর, ২০১৪ বিকেল সাড়ে তিনটে থেকে সেই সিদ্দিক টাওয়ারেই।  যারা ঢাকার বাইরে আছেন তারা এই লিংকে চোখ রাখুন: http://advocacy360.blogspot.com/
আর আমাদের এবারের পর্বের এজেন্ডা পাওয়া যাবে এই লিংকে: http://goo.gl/4J0yzG


দয়া করে এই সামান্য ফর্মটি ফিলাপ করে আমাদেরকে জানান যে আপনি থাকছেন: http://goo.gl/forms/ZbVaze7Biw

[* fields are required ] / [* চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ না করলে ফর্মটি সাবমিট হবে না, তাই * চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন।]

No comments:

Post a Comment